দেবব্রত বিশ্বাস




All artists...

পুষ্প দিয়ে মার (পূজা)

পুষ্প দিয়ে মার যারে চিনল না সে মরণকে।
বাণ খেয়ে যে পড়ে সে যে ধরে তোমার চরণকে॥
    সবার নীচে ধুলার 'পরে    ফেলো যারে মৃত্যু-শরে
    সে যে তোমার কোলে পড়ে, ভয় কী বা তার পড়নকে?।
        আরামে যার আঘাত ঢাকা, কলঙ্ক যার সুগন্ধ,
        নয়ন মেলে দেখল না সে রুদ্র মুখের আনন্দ।
            মজল না সে চোখের জলে,    পৌঁছল না চরণতলে,
            তিলে তিলে পলে পলে ম'ল যেজন পালঙ্কে॥

See more on this song...

দেবব্রত বিশ্বাস - অন্যান্য নিবেদন