জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ




All artists...

সে যে বাহির (প্রেম)

সে যে    বাহির হল আমি জানি,
বক্ষে আমার বাজে তাহার বাণী॥
     কোথায় কবে এসেছে সে    সাগরতীরে, বনের শেষে,
          আকাশ করে সেই কথারই কানাকানি॥
হায় রে, আমি ঘর বেঁধেছি এতই দূরে,
না জানি তার আসতে হবে কত ঘুরে।
     হিয়া আমার পেতে রেখে    সারাটি পথ দিলেম ঢেকে,
          আমার ব্যথায় পড়ুক তাহার চরণখানি॥

See more on this song...

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ - অন্যান্য নিবেদন