স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত




All artists...

শ্রাবণ, তুমি বাতাসে (প্রকৃতি)

শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে--
পথে তারি সকল বারি দিলে ঢেলে।
কেয়া কাঁদে, "যা য় যা য় যায়।'
কদম ঝরে, "হা য় হা য় হায়।'
পুব-হাওয়া কয়, "ওর তো সময় নাই বাকি আর।'
শরৎ বলে, "যাক-না সময়, ভয় কিবা তার--
কাটবে বেলা আকাশ-মাঝে   বিনা কাজে   অসময়ের খেলা খেলে।'
কালো মেঘের আর কি আছে দিন,   ও যে হল সাথিহীন।
পুব-হাওয়া কয়, "কালোর এবার যাওয়াই ভালো।'
শরৎ বলে, "মিলিয়ে দেব কালোয় আলো--
সাজবে বাদল আকাশ-মাঝে   সোনার সাজে   কালিমা ওর মুছে ফেলে।'

See more on this song...

স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত - অন্যান্য নিবেদন