স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত




All artists...

পূর্ণ প্রাণে চাবার (প্রেম)

পূর্ণ প্রাণে চাবার যাহা রিক্ত হাতে চাস নে তারে,
সিক্তচোখে যাস নে দ্বারে॥
রত্নমালা আনবি যবে   মাল্যবদল তখন হবে--
পাতবি কি তোর দেবীর আসন শূন্য ধুলার পথের ধারে॥
বৈশাখে বন রুক্ষ যখন, বহে পবন দৈন্যজ্বালা,
হায় রে তখন শুকনো ফুলে ভরবি কি তোর বরণডালা।
অতিথিরে ডাকবি যবে     ডাকিস যেন সগৌরবে,
লক্ষ শিখায় জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে॥

See more on this song...

স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত - অন্যান্য নিবেদন