স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত




All artists...

যদি হল যাবার (প্রেম)

              যদি হল যাবার ক্ষণ
          তবে   যাও দিয়ে যাও শেষের পরশন॥
বারে বারে যেথায় আপন গানে    স্বপন ভাসাই দূরের পানে
     মাঝে মাঝে দেখে যেয়ো শূন্য বাতায়ন--
          সে মোর   শূন্য বাতায়ন॥
              বনের প্রান্তে ওই মালতীলতা
          করুণ গন্ধে কয় কী গোপন কথা।
ওরই ডালে আজ শ্রাবণের পাখি    স্মরণখানি আনবে না কি,
     আজ-শ্রাবণের সজল ছায়ায় বিরহ মিলন--
          আমাদের    বিরহ মিলন॥

See more on this song...

স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত - অন্যান্য নিবেদন