**অজানা**




All artists...

কদম্বেরই কানন ঘেরি (প্রকৃতি)

কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে,
পিয়ালগুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে॥
     বরষনের পরশনে   শিহর লাগে বনে বনে,
     বিরহী এই মন যে আমার সুদূর-পানে পাখা মেলে॥
আকাশপথে বলাকা ধায় কোন্‌ সে অকারণের বেগে,
পুব হাওয়াতে ঢেউ খেলে যায় ডানার গানের তুফান লেগে।
     ঝিল্লিমুখর বাদল-সাঁঝে   কে দেখা দেয় হৃদয়-মাঝে,
     স্বপনরূপে চুপে চুপে ব্যথায় আমার চরণ ফেলে॥

See more on this song...

**অজানা** - অন্যান্য নিবেদন