[১ বৈশাখ ১৩২২], ‘রবিতীর্থে’ (১৩৬৫)


 

৩ (kolabidya kunje kunje punjo punjo)


কলাবিদ্যা কুঞ্জে-কুঞ্জে পুঞ্জ পুঞ্জ ফল

ভুঞ্জ তুমি রাত্রিদিন আনন্দে চঞ্চল।

কীর্তিতে রবিরে তুমি করো সমাচ্ছন্ন

লোমশ তুলিকা তব হোক ধন্য ধন্য।

সিন্ধুপারে দ্বীপতটে উচ্চ জয়নাদে

খ্যাতি যাক এক লম্ফে বায়ুর প্রাসাদে রবি করে আশীর্বাদ। চির-আয়ুষ্মান

রবি-সুত তোমারে না দিক দৃষ্টিদান।

 

 

  •  
  •  
  •  
  •  
  •