শান্তিনিকেতন, বোলপুর, ১১ আষাঢ়, ১৩২১


 

২ (likhbo tomar rangin patay kon barta)


লিখব তোমার রঙিন পাতায় কোন্‌ বারতা?

          রঙের তুলি পাব কোথায়?

সে রঙ তো নেই চোখের জলে, আছে কেবল হৃদয় তলে

                   প্রকাশ করি কিসের ছলে মনের কথা?

                   কইতে গেলে রইবে কি তার সরলতা?

                   বন্ধু তুমি বুঝবে কি মোর সহজ বলা?

                   নাই যে আমার ছলা-কলা।

          সুর যা ছিল বাহির ত্যেজে      অন্তরেতে উঠল বেজে,

                   একলা কেবল জানে সে-যে মোর দেবতা।

                   কেমন করে করব বাহির মনের কথা?

 

 

  •  
  •  
  •  
  •  
  •