১২৪ (surjo kokhon alor tilok)


   সূর্য কখন আলোর তিলক

         দিলেন তোমার ভালে

            অজানা উষার কালে।

   কিন্তু তোমারে ভিক্ষার মতো

         দেন নাই তিনি ফুল;

   তোমার আপন হৃদয়েতে ছিল

            মাধুরীলতার মূল।

   অরুণকিরণে ঝরিল করুণা,

            বিকশিল মঞ্জরী--

   দেবতা আপনি বিস্মিত হল

            আপন মন্ত্র স্মরি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •