২৮ শ্রাবণ, ১৩৩৫


 

নাম্নী - সাগরী (namni sagori)


বাহিরে সে দুরন্ত আবেগে

          উচ্ছলিয়া উঠে জেগে--

উচ্চহাস্যতরঙ্গ সে হানে

          সূর্যচন্দ্র-পানে।

পাঠায় অস্থির চোখ--

          আলোকের উত্তরে আলোক।

কভু অন্ধকারপুঞ্জে দেখা দেয় ঝঞ্ঝার ভ্রূকুটি,

          ক্ষণে ক্ষণে

          আন্দোলনে

প্রচণ্ড অধৈর্যবেগে তটের মর্যাদা ফেলে টুটি।

     গভীর অন্তর তার নিস্তব্ধ গম্ভীর,

          কোথা তল, কোথা তীর;

অগাধ তপস্যা যেন রেখেছে সঞ্চিত করি--

          নাম কি সাগরী।

 

 

  •  
  •  
  •  
  •  
  •