৩৭ (mahaaraaj kshhanek darshan dite habe)


মহারাজ ক্ষণেক দর্শন দিতে হবে

তোমার নির্জন ধামে। সেথা ডেকে লবে

সমস্ত আলোক হতে তোমার আলোতে

আমারে একাকী-সর্ব সুখদুঃখ হতে

সর্ব সঙ্গ হতে, সমস্ত এ বসুধার

কর্মবন্ধ হতে। দেব, মন্দিরে তোমার

পশিয়াছি পৃথিবীর সর্বযাত্রীসনে,

দ্বার মুক্ত ছিল যবে আরতির ক্ষণে।

দীপাবলী নিবাইয়া চলে যাবে যবে

নানা পথে নানা ঘরে পূজকেরা সবে,

দ্বার রুধ হয়ে যাবে; শান্ত অন্ধকার

আমারে মিলায়ে দিবে চরণে তোমার।

একখানি জীবনের প্রদীপ তুলিয়া

তোমারে হেরিব একা ভুবন ভুলিয়া।

 

 

  •  
  •  
  •  
  •  
  •