২ বৈশাখ, ১৩০৩


 

অজ্ঞাত বিশ্ব (ogyato bishwo)


জন্মেছি তোমার মাঝে ক্ষণিকের তরে

অসীম প্রকৃতি! সরল বিশ্বাসভরে

তবু তোরে গৃহ ব'লে মাতা ব'লে মানি।

আজ সন্ধ্যাবেলা তোর নখদন্ত হানি

প্রচন্ড পিশাচীরূপে ছুটিয়া গর্জিয়া,

আপনার মাতৃবেশ শূন্যে বিসর্জিয়া

কুটি কুটি ছিন্ন করি বৈশাখের ঝড়ে

ধেয়ে এলি ভয়ংকরী ধূলিপক্ষ-'পরে,

তৃণসম করিবারে প্রাণ উৎপাটন।

সভয়ে শুধাই আজি, হে মহাভীষণ,

অনন্ত আকাশপথ রুধি চারি ধারে

কে তুমি সহস্রবায়ু ঘিরেছ আমারে?

আমার ক্ষণিক প্রাণ কে এনেছে যাচি?

কোথা মোরে যেতে হবে, কেন আমি আছি?

 

 

  •  
  •  
  •  
  •  
  •