মাঘ ১৩১২


 

দুঃখমূর্তি (dukkhomurti)


দুখের বেশে এসেছ বলে

           তোমারে নাহি ডরিব হে।

    যেখানে ব্যথা তোমারে সেথা

           নিবিড় ক'রে ধরিব হে।

               আঁধারে মুখ ঢাকিলে স্বামী,

               তোমারে তবু চিনিব আমি;

               মরণরূপে আসিলে প্রভু,

                    চরণ ধরি মরিব হে--

               যেমন করে দাও-না দেখা

                    তোমারে নাহি ডরিব হে।

 

    নয়নে আজি ঝরিছে জল,

           ঝরুক জল নয়নে হে।

    বাজিছে বুকে, বাজুক তব

           কঠিন বাহুবাঁধনে হে।

               তুমি যে আছ বক্ষে ধরে

               বেদনা তাহা জানাক মোরে,

               চাব না কিছু, কব না কথা,

                    চাহিয়া রব বদনে হে।

               নয়নে আজি ঝরিছে জল,

                    ঝরুক জল নয়নে হে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •