পদ্মা, ২৬ মাঘ, ১৩১২


 

টিকা (tika)


আজ    পুরবে প্রথম নয়ন মেলিতে

               হেরিনু অরুণশিখা-- হেরিনু

                   কমলবরন শিখা,

          তখনি হাসিয়া প্রভাততপন

               দিলেম আমারে টিকা-- আমার

                   হৃদয়ে জ্যোতির টিকা।

          কে যেন আমার নয়ননিমেষে

                   রাখিল পরশমণি,

          যে দিকে তাকাই সোনা করে দেয়

                   দৃষ্টির পরশনি।

          অন্তর হতে বাহিরে সকলি

                   আলোকে হইল মিশা,

          নয়ন আমার হৃদয় আমার

                   কোথাও না পায় দিশা।

 

আজ    যেমনি নয়ন তুলিয়া চাহিনু

               কমলবরন শিখা-- আমার

                   অন্তরে দিল টিকা।

          ভাবিয়াছি মনে দিব না মুছিতে

          এ পরশ-রেখা দিব না ঘুচিতে,

          সন্ধ্যার পানে নিয়ে যাব বহি

               নবপ্রভাতের লিখা--

                   উদয়রবির টিকা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •