বসন্ত-অবসান (basanta abosan)


কখন বসন্ত গেল, এবার হল না গান।

কখন বকুল-মূল                   ছেয়েছিল ঝরা ফুল,

কখন যে ফুল-ফোটা হয়ে গেল অবসান।

কখন বসন্ত গেল এবার হল না গান॥

 

এবার বসন্তে কি রে               যুঁথীগুলি জাগে নি রে!

অলিকুল গুঞ্জরিয়া করে নি কি মধুপান?

এবার কি সমীরণ                  জাগয় নি ফুলবন,

সাড়া দিয়ে গেল না তো, চলে গেল ম্রিয়মাণ।

কখন বসন্ত গেল, এবার হল না গান॥

 

যতগুলি পাখি ছিল           গেয়ে বুঝি চলে গেল,

সমীরণে মিলে গেল বনের বিলাপ তান।

ভেঙেছে ফুলের মেলা,  চলে গেছে হাসি-খেলা,

এতক্ষণে সন্ধ্যাবেলা জাগিয়া চাহিল প্রাণ।

কখন বসন্ত গেল, এবার হল না গান॥

 

বসন্তের শেষ রাতে           এসেছি রে শূন্য হাতে,

এবার গাঁথি নি মালা, কী তোমারে করি দান।

কাঁদিছে নীরব বাঁশি,                        অধরে মিলায় হাসি,

তোমার নয়নে ভাসে ছলছল অভিমান।

এবার বসন্ত গেল, হল না, হল না গান!

 

 

  •  
  •  
  •  
  •  
  •