রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

৬১১ (ore agun amar bhai)

            ওরে,    আগুন আমার ভাই,

                আমি  তোমারি জয় গাই।

    তোমার    শিকলভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই।

তুমি    দু হাত তুলে আকাশ-পানে    মেতেছ আজ কিসের গানে,

    একি    আনন্দময় নৃত্য অভয় বলিহারি যাই॥

যেদিন  ভবের মেয়াদ ফুরাবে ভাই, আগল যাবে সরে--

সেদিন  হাতের দড়ি পায়ের বেড়ি, দিবি রে ছাই করে।

সেদিন আমার অঙ্গ তোমার অঙ্গে    ওই নাচনে নাচবে রঙ্গে--

            সকল দাহ মিটবে দাহে, ঘুচবে সব বালাই॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.