রাগ: মূলতান-ভীমপলশ্রী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ অগ্রহায়ণ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ নভেম্বর, ১৯২৬

রচনাস্থান: পিরিউস

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৫৮৪ (je peyechhi pratham dine)

যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে,

দু হাত দিয়ে বিশ্বেরে ছুঁই শিশুর মতো হেসে ॥

     যাবার বেলা সহজেরে

          যাই যেন মোর প্রণাম সেরে,

              সকল পন্থা যেথায় মেলে সেথা দাঁড়াই এসে ॥

খুঁজতে যারে হয় না কোথাও চোখ যেন তায় দেখে,

সদাই যে রয় কাছে তারি পরশ যেন ঠেকে।

          নিত্য যাহার থাকি কোলে

              তারেই যেন যাই গো ব'লে--

                    এই জীবনে ধন্য হলেম তোমায় ভালোবেসে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.