রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1325

রচনাকাল (খৃষ্টাব্দ): 1919

৫০৩ (nami nami charane)

নমি নমি চরণে,

          নমি কলুষহরণে ॥

সুধারসনির্ঝর হে,

          নমি নমি চরণে।

নমি চিরনির্ভর হে

          মোহগহনতরণে ॥

নমি চিরমঙ্গল হে,

নমি চিরসম্বল হে।

উদিল তপন, গেল রাত্রি,

          নমি নমি চরণে।

জাগিল অমৃতপথযাত্রী--

     নমি চিরপথসঙ্গী,

          নমি নিখিলশরণে ॥

নমি সুখে দুঃখে ভয়ে,

নমি জয়পরাজয়ে।

অসীম বিশ্বতলে

          নমি নমি চরণে।

নমি চিতকমলদলে

     নিবিড় নিভৃতে নিলয়ে,

          নমি জীবনে মরণে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.