রাগ: ভৈরব

তাল: সুরফাঁকতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

৪৯৪ (bhay hay pachhe taba name)

          ভয় হয় পাছে তব নামে আমি আমারে করি প্রচার হে।

          মোহবশে পাছে ঘিরে আমায়   তব নামগান-অহঙ্কার হে ॥

তোমার কাছে কিছু নাহি তো লুকানো,           অন্তরের কথা তুমি সব জানো--

          আমি কত দীন, আমি কত হীন, কেহ নাহি জানে আর হে ॥

ক্ষুদ্র কণ্ঠে যবে উঠে তব নাম                      বিশ্ব শুনে তোমায় করে গো প্রণাম--

          তাই আমার পাছে জাগে অভিমান, গ্রাসে আমায় আঁধার হে,

পাছে প্রতারণা করি আপনারে                     তোমারে আসনে বসাই আমারে--

          রাখো মোহ হতে, রাখো তম হতে, রাখো রাখো বারবার হে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.