রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): চৈত্র, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1927

৩৮৬ (aram bhanga udas sure)

                   আরাম-ভাঙা উদাস সুরে

     আমার বাঁশির শূন্য হৃদয় কে দিল আজ ব্যথায় পূরে ॥

বিরামহারা ঘরছাড়াকে   ব্যাকুল বাঁশি আপনি ডাকে--

     ডাকে স্বপন-জাগরণে, কাছের থেকে ডাকে দূরে ॥

আমার প্রাণের কোন্‌ নিভৃতে         লুকিয়ে কাঁদায় গোধূলিতে--

মন আজও তার নাম জানে না,  রূপ আজও তার নয়কো চেনা--

     কেবল যে সে ছায়ার বেশে স্বপ্নে আমার বেড়ায় ঘুরে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.