রাগ: শঙ্করা

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1318

রচনাকাল (খৃষ্টাব্দ): 1911

স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

৩৮৩ (ar nahe ar nay)

              আর নহে, আর নয়,

আমি        করি নে আর ভয়।

আমার       ঘুচল-কাঁদন, ফলল সাধন, হল বাঁধন ক্ষয় ॥

ওই          আকাশে ওই ডাকে,

আমায়       আর কে ধ'রে রাখে--

আমি        সকল দুয়ার খুলেছি, আজ যাব সকলময় ॥

ওরা          ব'সে ব'সে মিছে

শুধু           মায়াজাল গাঁথিছে--

ওরা          কী-যে গোনে ঘরের কোণে আমায় ডাকে পিছে।

আমার       অস্ত্র হল গড়া,

আমার       বর্ম হল পরা--

এবার        ছুটবে ঘোড়া পবনবেগে, করবে ভুবন জয় ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.