রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৭ জ্যৈষ্ঠ, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ মে, ১৯১৪

রচনাস্থান: রামগড়

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

৩৫৮ (akashe dui hate bilay)

আকাশে         দুই হাতে প্রেম বিলায় ও কে!

সে সুধা           ছড়িয়ে গেল লোকে লোকে ॥

গাছেরা           ভরে নিল সবুজ পাতায়,

ধরণী             ধরে নিল আপন মাথায়।

ছেলেরা          সকল গায়ে নিল মেখে,

পাখিরা           পাখায় পাখায় নিল এঁকে।

ছেলেরা          কুড়িয়ে নিল মায়ের বুকে,

মায়েরা           দেখে নিল ছেলে মুখে ॥

সে যে ওই       অশ্রুধারায় পড়ল গলে।

সে যে ওই       বিদীর্ণ বীর-হৃদয় হতে

বহিল             মরণরূপী জীবনস্রোতে।

সে যে ওই       ভাঙাগড়ার তালে তালে

নেচে যায়        দেশে দেশে কালে কালে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.