রাগ: কাফি-খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): জ্যৈষ্ঠ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৩৪৬ (deoya neoya phiriye deoya)

          দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া তোমায় আমায়--

          জনম জনম এই চলেছে, মরণ কভু তারে থামায়?।

যখন    তোমার গানে আমি জাগি   আকাশে চাই তোমার লাগি,

আবার  একতারাতে আমার গানে মাটির পানে তোমায় নামায় ॥

ওগো,  তোমার সোনার আলোর ধারা, তার ধারি ধার--

আমার  কালো মাটির ফুল ফুটিয়ে শোধ করি তার।

আমার  শরৎরাতের শেফালিবন   সৌরভেতে মাতে যখন

তখন   পালটা সে তান লাগে তব শ্রাবণ-রাতের প্রেম-বরিষায় ॥    

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.