রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ৫ মাঘ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ জানুয়ারি, ১৯২৭

৩৩৬ (ore tora jara shunbi na)

                   ওরে,   তোরা যারা শুনবি না

          তোদের তরে আকাশ- 'পরে নিত্য বাজে কোন্‌ বীণা ॥

দূরের শঙ্খ উঠল বেজে,     পথে বাহির হল সে যে,

          দুয়ারে তোর আসবে কবে তার লাগি দিন গুনবি না?।

          রাতগুলো যায় হায় রে বৃথায়, দিনগুলো যায় ভেসে--

          মনে আশা রাখবি না কি মিলন হবে শেষে?

হয়তো দিনের দেরি আছে,  হয়তো সে দিন আস্‌ল কাছে--

          মিলনরাতে ফুটবে যে ফুল তার কি রে বীজ বুনবি না?।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.