রাগ: ভৈরবী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

৩২৮ (heri taba bimalamukhabhati)

হেরি তব বিমলমুখভাতি   দূর হল গহন দুখরাতি।

ফুটিল মন প্রাণ মম তব চরণলালসে,   দিনু হৃদয়কমলদল পাতি ॥

তব নয়নজ্যোতিকণা লাগি   তরুণ রবিকিরণ উঠে জাগি।

নয়ন খুলি বিশ্বজন বদন তুলি চাহিল   তব দরশপরশসুখ মাগি।

          গগনতল মগন হল শুভ্র তব হাসিতে,

উঠিল ফুটি কত কুসুমপাঁতি-- হেরি তব বিমলমুখভাতি ॥

ধ্বনিত বন বিহগকলতানে,   গীত সব ধায় তব পানে।

পূর্বগগনে জগত জাগি উঠি গাহিল,   পূর্ণ সব তব রচিত গানে।

              প্রেমরস পান করি গান করি কাননে

উঠিল মন প্রাণ মম মাতি-- হেরি তব বিমলমুখভাতি ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.