রাগ: বাউল

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৬ মার্চ, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২৯০ (oder kathay dhadha lage)

     ওদের কথায় ধাঁদা লাগে, তোমার কথা আমি বুঝি।

     তোমার আকাশ তোমার বাতাস এই তো সবই সোজাসুজি ॥

হৃদয়কুসুম আপনি ফোটে,     জীবন আমার ভরে ওঠে--

     দুয়ার খুলে চেয়ে দেখি হাতের কাছে সকল পুঁজি ॥

     সকাল সাঁজে সুর যে বাজে ভুবন-জোড়া তোমার নাটে,

     আলোর জোয়ার বেয়ে তোমার তরী আসে আমার ঘাটে।

শুনব কী আর বুঝব কী বা,    এই তো দেখি রাত্রিদিবা

              ঘরেই তোমার আনাগোনা--

                        পথে কি আর তোমায় খুঁজি ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.