রাগ: কেদারা

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ শ্রাবণ, ১৩০৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1896

রচনাস্থান: ইচ্ছামতী নদীবক্ষে

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

২৫১ (aji kon dhan hate)

আজি   কোন্‌ ধন হতে বিশ্বে আমারে

                   কোন্‌ জনে করে বঞ্চিত--

তব     চরণ-কমল-রতন-রেণুকা

                   অন্তরে আছে সঞ্চিত ॥

কত     নিঠুর কঠোর দরশে ঘরষে   মর্মমাঝারে শল্য বরষে,

          তবু প্রাণ মন পীযূষপরশে পলে পলে পুলকাঞ্চিত ॥

আজি   কিসের পিপাসা মিটিল না ওগো

                   পরম পরানবল্লভ!

চিতে   চিরসুধা করে সঞ্চার তব

                   সকরুণ করপল্লব।

নাথ,    যার যাহা আছে তার তাই থাক, আমি থাকি চিরলাঞ্ছিত--

শুধু     তুমি এ জীবনে নয়নে নয়নে থাকো থাকো চিরবাঞ্ছিত ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.