রাগ: মিশ্র ভৈরব

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

১৭০ (dakichhu shuni jaginu prabhu)

ডাকিছ শুনি জাগিনু প্রভু, আসিনু তার পাশে।

আঁখি ফুটিল, চাহি উঠিল চরণদরশ-আশে ॥

খুলিল দ্বার, তিমিরভার দূর হইল ত্রাসে।

হেরিল পথ বিশ্বজগত, ধাইল নিজ বাসে ॥

বিমলকিরণ প্রেম-আঁখি সুন্দর পরকাশে--

নিখিল তায় অভয় পায়, সকল জগত হাসে ॥

কানন সব ফুল্ল আজি, সৌরভ তব ভাসে--

মুগ্ধ হৃদয় মত্ত মধুপ প্রেমকুসুমবাসে ॥

উজ্জ্বল যত ভকতহৃদয়, মোহতিমির নাশে।

দাও, নাথ, প্রেম-অমৃত বঞ্চিত তব দাসে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.