রাগ: ইমনকল্যাণ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

১৪৪ (jagat jure udaar sure)

জগৎ জুড়ে উদার সুরে

              আনন্দগান বাজে,

সে গান কবে গভীর রবে

              বাজিবে হিয়া-মাঝে।

                           বাতাস জল আকাশ আলো

                           সবারে কবে বাসিব ভালো,

                           হৃদয়সভা জুড়িয়া তারা

                                         বসিবে নানা সাজে।

নয়নদুটি মেলিলে কবে

              পরান হবে খুশি,

যে পথ দিয়া চলিয়া যাব

              সবারে যাব তুষি।

                           রয়েছ তুমি, এ কথা কবে

                           জীবন-মাঝে সহজ হবে,

                           আপনি কবে তোমারি নাম

                                         ধ্বনিবে সব কাজে।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.