রাগ: খাম্বাজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২০ ফাল্গুন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ মার্চ, ১৯১৫

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

৪৫ (tomay natun karei pabo bale)

তোমায়     নতুন করেই পাব বলে হারাই ক্ষণে ক্ষণ

ও মোর      ভালোবাসার ধন।

          দেখা দেবে বলে তুমি হও যে অদর্শন,

ও মোর      ভালোবাসার ধন॥

ওগো       তুমি আমার নও আড়ালের,  তুমি আমার চিরকালের--

          ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগন,

ও মোর      ভালোবাসার ধন॥

আমি        তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন--

          প্রেমে আমার ঢেউ লাগে তখন।

তোমার     শেষ নাহি, তাই শূন্য সেজে  শেষ করে দাও আপনাকে যে,

          ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন,

ও মোর     ভালোবাসার ধন॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.