রাগ: তিলক কামোদ

তাল: খেমটা - ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ): অক্টোবর, ১৯১৫

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৮ (tomar nayan amay bare bare)

তোমার  নয়ন আমায় বারে বারে বলেছে গান গাহিবারে ॥

           ফুলে ফুলে তারায় তারায়

           বলেছে সে কোন্‌ ইশারায়

           দিবস-রাতির মাঝ-কিনারায়      ধূসর আলোয় অন্ধকারে।

           গাই নে কেন কী কব তা,

           কেন আমার আকুলতা--

           ব্যথার মাঝে লুকায় কথা,        সুর যে হারাই অকূল পারে ॥

           যেতে যেতে গভীর স্রোতে       ডাক দিয়েছ তরী হতে।

           ডাক দিয়েছ ঝড়-তুফানে

           বোবা মেঘের বজ্রগানে,

           ডাক দিয়েছ মরণপানে  শ্রাবণরাতের উতল ধারে।

           যাই নে কেন জান না কি--

           তোমার পানে মেলে আঁখি

           কূলের ঘাটে বসে থাকি, পথ কোথা পাই পারাবারে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.