রাগ: বাহার

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

২৭৮ (sei to basanta phire elo)

     সেই তো বসন্ত ফিরে এল,   হৃদয়ের বসন্ত ফুরায় হায় রে।

সব মরুময়,   মলয়-অনিল এসে   কেঁদে শেষে   ফিরে চলে যায়   হায় রে॥

     কত শত ফুল ছিল হৃদয়ে,     ঝরে গেল,   আশালতা শুকালো--

                   পাখিগুলি দিকে দিকে চলে যায়।

              শুকানো পাতায় ঢাকা বসন্তের মৃতকায়,

                   প্রাণ করে হায়-হায়   হায় রে॥

                        ফুরাইল সকলই।

     প্রভাতের মৃদু হাসি,   ফুলের রূপরাশি,   ফিরিবে কি আর।

          কিবা জোছনা ফুটিত রে   কিবা যামিনী--

সকলই হারালো,   সকলই গেল রে চলিয়া,   প্রাণ করে হায় হায়   হায় রে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.