রাগ: বাহার

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২৫৮ (jharo jharo jharo jharo)

          ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না।

     আ য়   আ য়   আ য়   আয় সে রসের সুধায় হৃদয় ভর্‌-না ॥

সেই   মুক্ত বন্যাধারায় ধারায়     চিত্ত মৃত্যু-আবেশ হারায়,

          ও সেই   রসের পরশ পেয়ে ধরা নিত্যনবীনবর্ণা ॥

তার   কলধ্বনি দখিন-হাওয়ায় ছড়ায় গগনময়,

          মর্মরিয়া আসে ছুটে নবীন কিশলয়।

বনের   বীণায় বীণায় ছন্দ জাগে   বসন্তপঞ্চমের রাগে--

ও সেই     সুরে সুরে সুর মিলিয়ে আনন্দগান ধর্‌-না ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.