রাগ: বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২৫৭ (puratonke biday dile na je)

          পুরাতনকে বিদায় দিলে না যে   ওগো নবীন রাজা।

শুধু   বাঁশি তোমার বাজালে তার পরান মাঝে   ওগো নবীন রাজা ॥

মন্ত্র যে তার লাগল প্রাণে   মোহন গানে   হায়,

বিকশিয়া উঠল হিয়া নবীন সাজে   ওগো নবীন রাজা ॥

তোমার রঙে দিলে তুমি রাঙিয়া   ও তার আঙিয়া   ওগো নবীন রাজা।

তোমার মালা দিলে গলে   খেলার ছলে   হায়--

তোমার   সুরে সুরে তাহার বীণা বাজে   ওগো নবীন রাজা ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.