রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ): মার্চ, ১৯১৬

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২৫৫ (tumi kon pathe je ele pothik)

তুমি    কোন্‌ পথে যে এলে পথিক   আমি   দেখি নাই তোমারে।

হঠাৎ    স্বপন-সম দেখা দিলে   বনেরই কিনারে॥

          ফাগুনে যে বাণ ডেকেছে   মাটির পাথারে।

          তোমার   সবুজ পালে লাগল হাওয়া,   এলে জোয়ারে।

          ভেসে   এলে জোয়ারে--   যৌবনের জোয়ারে॥

     কোন্‌ দেশে যে বাসা তোমার   কে জানে ঠিকানা।

     কোন্‌     গানের সুরের পারে   তার   পথের নাই নিশানা।

     তোমার   সেই দেশেরই তরে   আমার   মন যে কেমন করে--

     তোমার   মালার গন্ধে তারি আভাস   আমার   প্রাণে বিহারে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.