রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1328

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১৫৮ (sara nishi chhilem shuye)

          সারা নিশি ছিলেম শুয়ে   বিজন ভুঁয়ে

আমার  মেঠো ফুলের পাশাপাশি,

তখন   শুনেছিলেম তারার বাঁশি॥

যখন    সকালবেলা খুঁজে দেখি   স্বপ্নে-শোনা সে সুর একি

আমার  মেঠো ফুলের চোখের জলে   সুর   উঠে ভাসি॥

          এ সুর আমি খুঁজেছিলেম রাজার ঘরে,

          শেষে ধরা দিল ধরার ধূলির 'পরে।

এ যে   ঘাসের কোলে আলোর ভাষা   আকাশ-হতে-ভেসে-আসা--

এ যে   মাটির কোলে মানিক-খসা হাসিরাশি॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.