রাগ: ইমনকল্যাণ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

৪১ (kodomberi kanan gheri)

কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে,

পিয়ালগুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে॥

     বরষনের পরশনে   শিহর লাগে বনে বনে,

     বিরহী এই মন যে আমার সুদূর-পানে পাখা মেলে॥

আকাশপথে বলাকা ধায় কোন্‌ সে অকারণের বেগে,

পুব হাওয়াতে ঢেউ খেলে যায় ডানার গানের তুফান লেগে।

     ঝিল্লিমুখর বাদল-সাঁঝে   কে দেখা দেয় হৃদয়-মাঝে,

     স্বপনরূপে চুপে চুপে ব্যথায় আমার চরণ ফেলে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.