রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1295

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

৫০ (jinabe e ki prothom)

জীবনে এ কি প্রথম বসন্ত এল, এল!    এল রে!

নবীন বাসনায় চঞ্চল যৌবন       নবীন জীবন পেল।

                             এল, এল।

বাহির হতে চায় মন,    চায়, চায় রে--

করে কাহার অন্বেষণ।

ফাগুন-হাওয়ার দোল    দিয়ে যায় হিল্লোল--

        চিতসাগর উদ্‌বেল।      এল, এল।

দখিনবায়ু ছুটিয়াছে,     বুঝি    খোঁজে কোন্‌ ফুল ফুটিয়াছে--

খোঁজে বনে বনে--       খোঁজে আমার মনে।

নিশিদিন আছে মন জাগিকার পদপরশন-লাগি--

তারি তরে মর্মের কাছে শতদলদল মেলিয়াছে

                             আমার মন॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.