রাগ: ভৈরবী-রামকেলী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

২৬ (oke keno kadali)

ওকে কেন কাঁদালি!              ও যে কেঁদে চলে যায়--

        ওর হাসিমুখ যে আর দেখা যাবে না॥

শূন্যপ্রাণে চলে গেল,    নয়নেতে অশ্রুজল--

        এ জনমে আর ফিরে চাবে না॥

দু দিনের এ বিদেশে                কেন এল ভালোবেসে,

        কেন নিয়ে গেল প্রাণে বেদনা।

হাসি খেলা ফুরালো রে,          হাসিব আর কেমনে!

        হাসিতে তার কান্নামুখ পড়ে যে মনে।

ডাক্‌ তারে একবার--   কঠিন নহে প্রাণ তার!--

        আর বুঝি তার সাড়া পাবে না॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.