রাগ: ভৈরবী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1285

রচনাকাল (খৃষ্টাব্দ): 1878

৬ (golap phul phutiye achhe)

গোলাপ ফুল ফুটিয়ে আছে,     মধুপ, হোথা যাস নে --

ফুলের মুধু লুটিতে গিয়ে         কাঁটার ঘা খাস নে॥

হেথায় বেলা, হোথায় চাঁপা      শেফালি হোথা ফুটিয়ে

ওদের কাছে মনের ব্যথা           বল্‌ রে মুখ ফুটিয়ে॥

ভ্রমর কহে, "হেথায় বেলা         হোথায় আছে নলিনী --

ওদের কাছে বলিব নাকো         আজিও যাহা বলি নি।

মরমে যাহা গোপন আছে         গোলাপে তাহা বলিব--

বলিতে যদি জ্বলিতে হয়          কাঁটারই ঘায়ে জ্বলিব।'

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.