রাগ: বেহাগ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

৩৯ (tabe sukhe thako sukhe thako)

তবে সুখে থাকো, সুখে থাকো-- আমি যাই-- যাই।

সখী, ওরে ডাকো, মিছে খেলায় কাজ নাই।

অধীর হ'য়ো না, সখী,

আশ মেটালে ফেরে না কেহ,

আশ রাখিলে ফেরে।

ছিলাম একেলা সেই আপন ভুবনে,

এসেছি এ কোথায়।

হেথাকার পথ জানি নে, ফিরে যাই।

যদি সেই বিরাম-ভবন ফিরে পাই।

সখী, ওরে ডাকো ফিরে।

মিছে খেলা মিছে হেলা কাজ নাই।

অধীরা হ'য়ো না, সখী,

আশ মেটালে ফেরে না কেহ,

আশ রাখিলে ফেরে।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.