রাগ: মিশ্র ঝিঁঝিট-খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ আশ্বিন, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

রচনাস্থান: পতিসর হইতে কলকাতা যাবার পথে রেলগাড়িতে

স্বরলিপিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

৫৮ (e ki satyo sakali satyo)

               এ কি সত্য সকলই সত্য,   হে আমার চিরভক্ত ।।

               মোর নয়নের বিজুলি-উজল আলো

       যেন   ঈশান কোণের ঝটিকার মতো কালো  এ কি সত্য।

       মোর   মধুর অধর বধূর নবীন অনুরাগ-সম রক্ত

               হে আমার চিরভক্ত,   এ কি সত্য।।

               অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে,

       মোর   চরণে চরণে সুধাসঙ্গীত বাজে   এ কি সত্য।

               মোরে না হেরিয়া নিশির শিশির ঝরে,

               প্রভাত-আলোকে পুলক আমারি তরে   এ কি সত্য।

       মোর   তপ্তকপোল-পরশে-অধীর সমীর মদিরমত্ত

               হে আমার চিরভক্ত,   এ কি সত্য।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.