রাগ: দূর্গা

তাল: কাহারবা-দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

২ (hridaye rakho go debi)

                 হৃদয়ে রাখো গো দেবী, চরণ তোমার ।

               এসো মা করুণারানী,     ও বিধুবদনখানি

                 হেরি হেরি আঁখি ভরি হেরিব আবার ।

                 এসো আদরিনী বাণী, সমুখে আমার ।।

               মৃদু মৃদু হাসি হাসি  বিলাও অমৃতরাশি,

                 আলোয় করেছ আলো, জ্যোতিপ্রতিমা—

                 তুমি গো লাবণ্যলতা, মূর্তি-মধুরিমা ।

               বসন্তের বনবালা       অতুল রূপের ডালা,

                 মায়ার মোহিনী মেয়ে ভাবের আধার—

                 ঘুচাও মনের মোর সকল আঁধার ।।

               অদর্শন হলে তুমি     ত্যেজি লোকালয়ভূমি

                 অভাগা বেড়াবে কেঁদে গহনে গহনে ।

               হেরে মোরে তরুলতা     বিষাদে কবে না কথা,

                 বিষণ্ণ কুসুমকুল বনফুলবনে ।

               ‘হা দেবী’ ‘হা দেবী’ বলি গুঞ্জরি কাঁদিবে অলি,

                 ঝরিবে ফুলের চোখে শিশির-আসার—

                 হেরিব জগত শুধু আঁধার—আঁধার ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.