রাগ: বিলাতি ভাঙা

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

২ (o bhai dekhe ja kato phul tulechhi)

                  তুই আয় রে কাছে আয় ,

                  আমি      তোরে সাজিয়ে দি–

                  তোর      হাতে মৃণাল - বালা ,

                  তোর      কানে চাঁপার দুল ,

                  তোর      মাথায় বেলের সিঁথি ,

                  তোর      খোঁপায় বকুল ফুল।।

                  ও ভাই,     দেখে যা,

                  কত    ফুল তুলেছি!

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.