রাগ: পিলু-কীর্তন

তাল: মুক্তছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): 1284

রচনাকাল (খৃষ্টাব্দ): 1877

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

১০ (bajao re mohan bashi)

  বজাও রে মোহন বাঁশি।

সারা দিবসক              বিরহদহনদুখ,

  মরমক তিয়াষ নাশি।

রিঝমনভেদন          বাঁশরিবাদন

  কঁহা শিখলি রে কান?

হানে থিরথির,            মরমঅবশকর

  লহু বহু মধুময় বাণ।

ধসধস করতহ            উরহ বিয়াকুলু,

  ঢুলু ঢুলু অবশনয়ান;

কত কত বরষক         বাত সোঁয়ারয়,

  অধীর করয় পরান।

কত শত আশা           পূরল না বঁধু,

  কত সুখ করল পয়ান।

পহু গো কত শত        পীরিতযাতন

  হিয়ে বিঁধাওল বাণ।

হৃদয় উদাসয়,            নয়ন উছাসয়

  দারুণ মধুময় গান। সাধ যায় বঁধূ,             যমুনাবারিম

  ডারিব দগধপরান।

সাধ যায় পহু,             রাখি চরণ তব

  হৃদয়মাঝ হৃদয়েশ,

হৃদয়জুড়াওন            বদন-চন্দ্র তব

  হেরব জীবনশেষ।

সাধ যায় ইহ              চন্দ্রমকিরণে,

  কুসুমিত কুঞ্জবিতানে,

বসন্তবায়ে                  প্রাণ মিশায়ব

  বাঁশিক সুমধুর গানে।

প্রাণ ভৈবে মঝু           বেণুগীতময়,

  রাধাময় তব বেণু।

জয় জয় মাধব,           জয় জয় রাধা,

  চরণে প্রণমে ভানু।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.