রাগ: ভৈরবী-কীর্তন

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

৩ (hridoyok sadh mishaolo hridoye)

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে,

    কন্ঠে বিমলিন মালা।

বিরহবিষে দহি বহি গল রয়নী,

   নহি নহি আওল কালা।

বুঝনু বুঝনু সখি বিফল বিফল সব,

    বিফল এ পীরিতি লেহা --

বিফল রে এ মঝু জীবন যৌবন,

    বিফল রে এ মঝু দেহা!

চল সখি গৃহ চল, মুঞ্চ নয়ন-জল,

    চল সখি চল গৃহকাজে,

   মালতিমালা রাখহ বালা,

   ছি ছি সখি মরু মরু লাজে।

সখি লো দারুণ আধিভরাতুর

    এ তরুণ যৌবন মোর,

সখি লো দারুণ প্রণয়হলাহল

    জীবন করল অঘোর।

তৃষিত প্রাণ মম দিবসযামিনী

    শ্যামক দরশন আশে,

আকুল জীবন থেহ ন মানে,

   অহরহ জ্বলত হুতাশে।

  সজনি, সত্য কহি তোয়,

খোয়াব কব হম শ্যামক প্রেম

    সদা ডর লাগয়ে মোয়।

হিয়ে হিয়ে অব রাখত মাধব,

  সো দিন আসব সখি রে,

বাত ন বোলবে, বদন ন হেরবে,

   মরিব হলাহল ভখি রে।

ঐস বৃথা ভয় না কর বালা,

     ভানু নিবেদয় চরণে,

     সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি,

    নহি টুটে জীবন-মরণে।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.