রাগ: ভৈরবী

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1304

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, সরলা দেবী

১২ (ke ese jay phire phire)

             কে এসে যায় ফিরে ফিরে  আকুল নয়ননীরে ।

             কে বৃথা আশাভরে  চাহিছে মুখ’পরে ।

                   সে যে আমার জননী রে ।।

             কাহার সুধাময়ী বাণী  মিলায় অনাদর মানি !

             কাহার ভাষা হায়  ভুলিতে সবে চায় ।

                   সে যে আমার জননী রে ।।

             ক্ষণেক স্নেহ-কোল ছাড়ি  চিনিতে আর নাহি পারি ।

             আপন সন্তান  করিছে অপমান—

                   সে যে আমার জননী রে ।।

             পুণ্য কুটিরে বিষণ্ণ  কে বসি সাজাইয়া অন্ন ।

             সে স্নেহ-উপচার  রুচে না মুখে আর ।

                   সে যে আমার জননী রে ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.