রাগ: বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1294

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

১৮ (age chal age chal)

     আগে চল্‌, আগে চল্‌ ভাই!

পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে,

     বেঁচে মরে কিবা ফল ভাই!

     আগে চল্‌, আগে চল্‌ ভাই ॥

প্রতি নিমেষেই যেতেছে সময়,

দিন ক্ষণ চেয়ে থাকা কিছু নয়--

'সময় সময়' ক'রে পাঁজি পুঁথি ধ'রে

     সময় কোথা পাবি বল্‌ ভাই!

     আগে চল্‌, আগে চল্‌ ভাই ॥

পিছায়ে যে আছে তারে ডেকে নাও

     নিয়ে যাও সাথে করে--

কেহ নাহি আসে, একা চলে যাও

     মহত্ত্বের পথ ধরে।

পিছু হতে ডাকে মায়ার কাঁদন,

ছিঁড়ে চলে যাও মোহের বাঁধন--

সাধিতে হইবে প্রাণের সাধন,

     মিছে নয়নের জল ভাই!

     আগে চল্‌, আগে চল্‌ ভাই ॥

চিরদিন আছি ভিখারির বেশে

     জগতের পথপাশে--

যারা চলে যায় কৃপাচোখে চায়,

     পদধুলা উড়ে আসে।

ধুলিশয্যা ছেড়ে ওঠো ওঠো সবে

মনিবের সাথে যোগ দিতে হবে--

তা যদি না পারো চেয়ে দেখো তবে

     ওই আছে রসাতল ভাই!

     আগে চল্‌, আগে চল্‌ ভাই ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.