রাগ: বিভাস-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1312

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

৭ (ami bhay karba na )

          আমি ভয়        করব না ভয় করব না।

     দু বেলা      মরার আগে মরব না, ভাই, মরব না ॥

তরীখানা বাইতে গেলে  মাঝে মাঝে তুফান মেলে--

তাই ব'লে হাল ছেড়ে দিয়ে  ধরব না,       কান্নাকাটি ধরব না ॥

শক্ত যা তাই সাধতে হবে,  মাথা তুলে রইব ভবে--

সহজ পথে চলব ভেবে   পড়ব না,    পাঁকের 'পরে পড়ব না ॥

ধর্ম আমার মাথায় রেখে     চলব সিধে রাস্তা দেখে--

বিপদ যদি এসে পড়ে          সরব না,    ঘরের কোণে সরব না ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.