রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1312

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

৪ (tor apan janechharbe tore)

          তোর   আপন জনে ছাড়বে তোরে,

              তা ব'লে    ভাবনা করা চলবে না।

          ও তোর          আশালতা পড়বে ছিঁড়ে,

              হয়তো রে ফল ফলবে না ॥

আসবে পথে আঁধার নেমে,       তাই ব'লেই কি রইবি থেমে--

          ও তুই      বারে বারে জ্বালবি বাতি,

              হয়তো বাতি জ্বলবে না ॥

শুনে তোমার মুখের বাণী         আসবে ঘিরে বনের প্রাণী--

          হয়তো তোমার আপন ঘরে

              পাষাণ হিয়া গলবে না।

বদ্ধ দুয়ার দেখলি ব'লে  অমনি কি তুই আসবি চলে--

          তোরে       বারে বারে ঠেলতে হবে,

              হয়তো দুয়ার টলবে না ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.